সর্বশেষ

টেস্টে বর্ষসেরা হলেন বুমরাহ, চমক ওমরজাই,র

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা, সে শঙ্কায় রয়েছেন জাসপ্রিত বুমরাহ। এরই মধ্যে সোমবার এক সুখবর পেয়েছেন ভারতীয় এ পেসার। ২০২৪ সালে টেস্টে বর্ষসেরা হয়েছেন তিনি। 

গত বছর ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট পেয়েছেন। এ পরিসংখ্যানই বলে দেয় কতটা দুর্দান্ত ছিলেন তিনি। তাই স্বীকৃতিটা প্রাপ্যই ছিল বুমরাহর। 

 

ওয়ানডেতে বর্ষসেরা হয়ে চমক দিয়েছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। আইসিসি নিজেদের ওয়েবসাইটে তাদের নাম ঘোষণা করেছে।

 

ক্যারিয়ারে এই প্রথমবারের মতো টেস্টে বর্ষসেরা হলেন জাসপ্রিত বুমরাহ। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে হন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। টেস্টে সেরার লড়াইয়ে বুমরাহ হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। ভারতের প্রথম পেসার ও দেশটির ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এ সম্মান পেলেন তিনি। 

ওয়ানডেসেরা ওমরজাইয়েরও অসাধারণ কেটেছে ২০২৪ সাল। ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার ১৪ ওয়ানডে খেলে ৫২.১২ গড়ে করেছেন ৪১৭ রান, ২০.৪৭ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। এছাড়া ওয়ানডেতে মেয়েদের বর্ষসেরা হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা।

সূত্র সমকাল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *