দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গত রাতে ঢাকা শহরে ‘মার্চ টু ধানমন্ডি বত্রিশ’ কর্মসূচি পালিত পালিত হয়। মিছিলটি (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে ধানমন্ডি ৩২ এ বুলডোজার কর্মসূচি পালন করে।
ইতোমধ্যে মিছিলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ নানা রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষেরা।
বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য এবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে জানান,পেইজের রিচ খাইয়া দিছে ভায়োলেন্স প্রমোট করতেছি এই বইলা। পোষ্ট রিমুভ করছে অনেক।
তিনি তাঁর পোস্টে আরো জানান, ইউটিউবে পাইবেন আপাতত এইখানে আর না, রিচ ঠিক না হওয়া পর্যন্ত।
Jonomot TV Official Jonomot TV website 