ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার টক শো ‘জবাব চায় বাংলা’য় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জনের প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। উপস্থাপক ময়ূখের প্রশ্ন ছিলো, বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে কারন চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো মানুষকে জেলে রাখা হয়েছে।
জবাবে প্রেস সচিব বলেন, শুধু চিন্ময় কৃষ্ণের জেলে যাওয়াতে আমরা পিছিয়ে পড়লাম! ময়ূখ বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাদের নির্দিষ্ট প্লে গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে বাংলাদেশকে। আরাকান সেনা যে কোনো সময় ঢুকে পরতে পারে বাংলাদেশে। বর্ডার এড়িয়া গুলোতে মৌলবাদীরা ক্যাম্প করে রয়েছে।
প্রেস সচিব উত্তরে বলেন, আমাদের সেনারা প্রস্তুত আছে, আমরা কাউকে বাংলাদেশের টেরিটরি ব্যবহার করতে দিবো না। বাংলাদেশকে ব্যবহার করে কেউ কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না।
সূত্র: দৈনিক জনকণ্ঠ
Jonomot TV Official Jonomot TV website 